ভূতুরে রঙ
গত কয়েকদিন ধরে ফেইসবুকে একটি ছবি ভাইরাল। ছবিটি নিচে আছে।
ক্যাপশনে লেখা কে কি রং দেখতে পাচ্ছেন জুতাটিকে।
মেডিকেল সাইন্সের ভাষায় একটা কথা আছে সেটা হলো কালার ব্লাইন্ড।
কালার ব্লাইন্ড জিনিস টা হলো দুটি রংয়ের মধ্যে পার্থক্য করতে না পারা। মানে চোখের দৃষ্টিশক্তির এমন অবস্থা যখন একজন ব্যাক্তি স্বাভাবিক অবস্থায় বা স্বাভাবিক আলোতে কিছু রঙের মধ্যে পার্থক্য খুজে পায় না।
কয়েকটি রং যেমন নীল, সবুজ, হলুদ, লাল ইত্যাদি বা এসবের সংমিশ্রণে তৈরি রং গুলো আলাদা করতে পারে না বা দেখতে সমস্যা হয়।
কালার ব্লাইন্ড কেন হয়?
- কালার ব্লাইন্ড হয় কয়েকটি কারণে। কিছু জেনেটিক বিষয় কিছু বায়োলজিক্যাল বিষয় এর মধ্যে কাজ করে।
আমাদের চোখের রেটিনাতে দুই ধরণের কোষ আছে। একটি হলো "রড" অন্যটি হলো "কোন"।
যে কোষ টি আমাদের রং চেনাতে সাহায্য করে সেটি হলো "কোনকোষ"। এই কোষের মাধ্যমে আমরা বিভিন্ন রং চিনতে পারি, এবং রং গুলো আলাদা করতে পারি।
সবই তো ঠিকই আছে, তাহলে সমস্যা টা কোথায়? চলুন এবার সমস্যা জেনে নেয়া যাক।
- চোখে তিন ধরণের কোনকোষ থাকে। এই তিন ধরণের কোনকোষ আমাদের তিনটি মৌলিক রং দেখতে সাহায্য করে। রং গুলো হলো লাল, নীল এবং সবুজ। এখন এই তিনধরণের কোষের মধ্যে কোন কোষে একটু ঘাটতি হলেই কিন্তু কালার ব্লাইন্ড জিনিসটা তৈরি হয়। মানে কোন ধরণের একটা কোষ যদি ঘাটতি থাকে বা অনুপস্থিত থাকে তাহলে সে কিন্তু কালার ব্লাইন্ড হয়ে যায়।
পৃথিবীতে এমনও কিছু মানুষ যাদের তিনটি কোষই অনুপস্থিত, তারার আসলে পৃথিবীতে সাদা, কালো আর ধূসর ছাড়া কোন রংই দেখতে পায় না।
ভাবুন তো, বিষয়টা কি রকম ভয়ঙ্কর ব্যাপার যে আপনি যা কিছু দেখছেন সবই সাদাকালো, আপনার ফোন, টিভি, আয়না, গাছ এমনকি আপনার রক্তও সাদা।
কেউ কেউ বংশগত কারণেরও কালাল ব্লাইন্ড হয়। তাছাড়া আরও কিছু কারণ আছে, যেমনঃ
- প্রচন্ড আঘাত পাওয়া।
- কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া।
- বার্ধ্যক্য জনিত কারণ।
- ভিটামিন-এ এর অভাব।
- চোখে ছানি পড়া।
চিকিৎসাঃ আসলে কালার ব্লাইন্ডের কোন স্থায়ী সমাধান নেই বা এখনও আবিষ্কার হয় নি।
তবে কিছু সামান্য কিছু প্রতিকার আছে। যেমন ক্যালিফর্নিয়ার এনক্রোমা নামের এক কোম্পানি কালার ব্লাইন্ডদের জন্য তৈরি করেছে এনক্রোমা গ্লাস। তারা যেন পৃথিবীর সাতটি রং দেখতে পারে।
পুরো পৃথিবীতে ইউরোপ ও ককেশীয় স্থানের লোকেরাই কালার ব্লাইন্ডে বেশী আক্রান্ত হয়। আর নারীদের তুলনায় পুরুষরা সবচেয়ে বেশী আক্রান্ত এ রোগে।
চলুন দেখি পৃথিবীর কয়েকজন বিখ্যাত কালার ব্লাইন্ড লোক।
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন
-ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার চোখে আসলে সবচেয়ে উজ্জ্বল রংটি হলো নীল। তাই তিনি ফেইসবুকের রং নীল দিয়েছেন।
- যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম একজন কালার ব্লাইন্ড।
🤓🤓🤓
ReplyDelete